ন্যাভিগেশন মেনু

৩০০ সিসি ক্যামেরার আওতায় ঈশ্বরদীর ‘তিলকপুর’ গ্রাম


পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের , চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংসহ যাবতীয় অনৈতিক কাজ বন্ধে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রামের যুব সমাজের উদ্যোগে ৩০০ সিসি ক্যামেরার স্থাপন করা হয়েছে।

২৭ ডিসেম্বর তিলকপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সিসি ক্যামেরা প্রতিস্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্টজন উজ্জ্বল হোসেন।

এ গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ের বিদ্যুতের খুঁটি, বিভিন্ন গাছের ডালে তাকালেই এসব সিসি ক্যামেরা চোখে পড়ছে।

সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। ছয়টি মনিটরসহ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে হাফিজিয়া মাদ্রাসার একটি কক্ষে।

অন্যন্যদের মধ্যে  মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুস সামাদ চুন্নু ও জামাত মন্ডল এসময় বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার শরীফ পান্না, আব্দুল মান্নান মাষ্টার, আইনজীবী মিজানুর রহমান, আইনুল হক প্রামাণিক, ফিরোজ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, একটি শহরেও এক সঙ্গে এত সিসি ক্যামেরা বসাতে দেখা যায় না।

গ্রামের বিত্তশালী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থনৈতিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা ২০লাখ টাকা ব্যয় করে গ্রামটিকে দেশের প্রথম ডিজিটাল সিসি ক্যামেরার আওতাভুক্ত করার দাবি ঈশ্বরদীর।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, এ উদ্যোগের ফলে যাঁরা অপরাধমূলক কর্মকান্ড করবে তাদের গতিবিধি এসব সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা যাবে।

ওয়াই এ / এস এস