ন্যাভিগেশন মেনু

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুয়ায়ী আগামীকাল সোমবার (৩১ মে) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস। ‘ এ বছর ধূমপান বিরোধী প্রতিপাদ্য হচ্ছে- ‘ধূমপান ত্যাগ করার প্রতিজ্ঞা নেয়া’।

‘নো স্মোকিং ক্লাব‘ বাংলাদেশ একটি ধূমপান বিরোধী যুব সংগঠন । প্রতিবছর  ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সংগঠনটি বিভিন্ন কর্মসূচী  হাতে নেয়।

দিবসটি উপলক্ষে ‘নো স্মোকিং ক্লাব‘আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী আজিজুল ইসলাম, বিএম শফিকুল ইসলাম, আলহাজ আবদুল  মতিন, ফররুখ আহমদ, মো: নূর আলম, মাহবুব পারভেজ, মো: মহিউদ্দিন প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে সংগঠনটির লক্ষ্য হচ্ছে- যুব ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং অবহেলিত, বঞ্চিত যুব ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।

সংগঠনটি উল্লেখ করেছে- ‘ধূমপান ছাড়ি জীবন গড়ি’ দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সাধারণ মানুষের বঞ্চনা, খাদ্যে ভেজাল রোধ করা তথা গোটা জাতিকে সুপথে আনার মাধ্যমে ধূমপানমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গঠন।

এস এস