ন্যাভিগেশন মেনু

৩২ টি কাঁচা ডিম যেভাবে এক সাথে খেলো পরান সাধু…

এরপরেও শারীরিক কোনো সমস্যা হয়নি


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামের এক কাঠমিস্ত্রীর মাত্রাতিরিক্ত কাঁচা ডিম খাওয়ার ঘটনা এলাকায় ভাইরাল হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কাঠমিস্ত্রী পরান সাধু গতকাল মঙ্গলবার এক সাথে ৩২ টি কাঁচা ডিম খেয়ে সবাইকে অবাক করে দিয়েছে।

বৈলতলা গ্রামের নবীন লেখক হিটলার ম্যান রাজু জানিয়েছেন, গতকাল তাঁদের গ্রামের আব্দুর রহমান ও আহম্মদ আলীর সাথে জিদ করে ৩২ টি কাঁচা ডিম, দুটো কেক, দুটো কলা ও দুটো পান খেয়ে রেকর্ড করেন সাধু পরান আলী।

এতো কিছু খাওয়ার পরেও তার শারীরিক কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে এলাকাবাসী।