ন্যাভিগেশন মেনু

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

৩ অক্টোবর ঢাকা ত্যাগ করবে টাইগাররা


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে অংশগ্রহণ করতে আগামী ৩ অক্টোবর আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল এবং ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। সেখানে একদিন কোয়ারেন্টিন করবে পুরো দল। এরপরই অনুশীলন শুরু করবে।

তিনি আরও বলেন, ‘মোট ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে। পরদিন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।’

প্রস্তুতি ম্যাচ খেলা শেষে বিশ্বকাপের বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলতে আবারও ওমানের বিমান ধরবে বাংলাদেশ দল।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমানে প্রথম রাউন্ডে গ্রুপে শীর্ষ দুই দল খেলতে পারবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে।

এমআইআর/ওআ