ন্যাভিগেশন মেনু

৪৩ তম বিসিএসের সময় বাড়ানো হতে পারে: পিএসসি চেয়ারম্যান


প্রয়োজনে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, সব বিসিএস পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। ৪৩তম ছাড়া বিসিএসের অন্য পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। ফলে ৪০, ৪১ এবং ৪২তম বিসিএস পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনের সময় বাড়ানো হতে পারে।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে হয়তো বলেছেন। অন্যান্য পরীক্ষাগুলো তো আগের বছরের। তাই সেগুলো পেছানোর প্রয়োজন নেই। বিষয়টি প্রার্থীদের জানা প্রয়োজন তা না হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।’

মো. সোহরাব হোসাইন আরও বলেন, ‘৪০তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা চলছে। এছাড়া ৪১তম বিসিএস আবেদন শেষ হয়েছে গত বছরের। তাই তাদের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। তবে করোনার কারণে পরীক্ষা নিতে পারিনি। এখন যথারীতি এই পরীক্ষা চলবে। ৪২তম বিসিএস হচ্ছে- বিশেষ বিসিএস (চিকিৎসক নিয়োগ)।  ইতোমধ্যে আমরা ৪৩তম বিসিএস ২ মাস পিছিয়েছি, যদি প্রয়োজন হয় তবে ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হতে পারে।’

প্রসঙ্গত, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে চলছে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ হবে বলে ঘোষণা করেছিল পিএসসি। আর ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি এবং ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় আগামী ৬ আগস্ট।

এস এ /এডিবি