ন্যাভিগেশন মেনু

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন


তুমুল লড়াই, উত্তেজনা, উৎকণ্ঠা ও দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত‌ হয়েছেন ডেমোক্র্যাটের জো বাইডেন।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন তিনি। শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন। পেনসেলভেনিয়ার পপুলার ভোটে জয় পাওয়ায় সেখানকার ২০টি ইলেকটোরাল বাইডেনের পক্ষে যায়। ফলে জয়ের লক্ষ্যমাত্রার কাছা কাছি থাকা বাইডেন এক লাফেই পার হয়ে যান ২৭০ এর কোটা। 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে কমলা হ্যারিস।

শুরু থেকেই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে দৌড়ে এগিয়ে ছিল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফলাফলের আগেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন। তিনি বলেন, "ভোটের সংখ্যায় এটি স্পষ্ট যে, আমরা নির্বাচনি দৌড়ে জিততে চলেছি।" 

এদিকে, বাইডেন যখন এসব কথা বলেছেন, ট্রাম্প তখন আদালতে নেয়ার কথা মনে করিয়ে দিয়ে ডেমোক্র্যাট শিবিরের উদ্দেশে বলেছেন, খেলা এখনও শেষ হয়নি।

ওআ/