ন্যাভিগেশন মেনু

৪৯৩ রানে লঙ্কানদের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে গড়া ৬ উইকেটে ৪৬৯ রানের স্কোর কার্ড নিয়ে তৃতীয় দিনে মাঠে শ্রীলঙ্কা। এদিন তিন ওভার তিন বলে ২৪ রান যোগ করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। তাতে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৪৯৩ রান। প্রথম ইনিংসের জবাব দিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

এর আগে পাল্লেকেলে স্টেডিয়ামে ডিকভেলা ৬৪ ও মেন্ডিস ২২ রান নিয়ে দিন শুরু করে। এদিন মাত্র তিন ওভার তিন বল খেলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। আগের দিনের সঙ্গে ব্যক্তিগত রানের খাতায় ১১ রান যোগ করে মেন্ডিস ব্যক্তিগত ৩৩ রানে আউট হলে, ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ডিকভেলা।

উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এতে এই ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা হলো ৪টি। একটি করে উইকেট নেন শরিফুল, তাইজুল ও মিরাজ।

জবাবে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। 

গত বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।

ওআ/