ন্যাভিগেশন মেনু

৪ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেপ্তার


বরগুনায় ৪ বছর বয়সী ঔরসজাত মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ বাবা রফিক ওরফে মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) গ্রেপ্তারকৃত রফিককে আদালতে হাজির করা হলে আদালত তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার রাতে রফিক ওরফে মিলনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় এসে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা করায় সেইদিন রাতেই অভিযান চালিয়ে আসামি রফিক ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিক ওরফে মিলন (৪৫) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রী। রফিক পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা ওসি তদন্ত শহীদুল ইসলাম জানান, ‘শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

মামলার বাদী শিশুটির মা মিলনের স্ত্রী রুমা জানায়, পনের বছর আগে মিলনের সাথে তার বিয়ে হয়। গত দুই মাসেরও বেশি সময় ধরে আমার চার বছরের মেয়েকে আমার স্বামী পাশবিক নির্যাতন করে আসছে। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কারণ জানতে চাইলে শিশুটি ব্যাথার জায়গা দেখিয়ে বলে, বাবা তাকে ব্যাথা দিয়েছে।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে মিলনকে মারধর করে বিষয়টি ফয়সালা করে। এরপরেও মিলন একই কাজ করে। আমি তাকে নিষেধ করলেও তিনি এ নির্যাতন বন্ধ করেননি। বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারিনি। আমার স্বামীর এমন ধারাবাহিক অনৈতিক ও পৈশাচিক কর্মকান্ডে আমি নিজেও লজ্জিত ও বিব্রত ছিলাম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতেও তার স্বামী আবারও মেয়েটির সাথে একই আচরণ করায় স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য মামলা করেন বলে জানান তিনি।

এসডি/এমআইআর/ওআ