ন্যাভিগেশন মেনু

৫০ কেজি পেঁয়াজর দাম ১০ টাকা!


চট্টগ্রামে পুরো ৫০ কেজির এক বস্তা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। চট্টগ্রামের খাতুনগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ায় এমন দুরবস্থা।

খাতুনগঞ্জের প্রতিটি আড়তের সামনে পড়ে আছে শত শত বস্তা পচা পেঁয়াজ। রপ্তানিকারক দেশে জাহাজ ভর্তি করার সময় কন্টেইনার সংক্রান্ত অসচেতনতার কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

আমদানিকারক প্রতিষ্ঠান জারিফ ট্রেড ইন্টারন্যাশনালের কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে বলেন, পচে যাচ্ছে কারণ মাল ঠিকভাবে ডেলিভারি হচ্ছে না। তারপর শিপের মধ্যে তাপমাত্রার সমস্যা হচ্ছে।

নজরুল অ্যান্ড সন্স এর আমদানিকারক মামুনুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ২০ শতাংশ টাকাও আমাদের রিকভারি হবে না। কিছু কিছু পেঁয়াজ একদম ফেলে দিতে হচ্ছে একটি টাকাও পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় ক্ষতি সামাল দিতে সরকারের তদারকি বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের।

ভারত রপ্তানি বন্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় পেঁয়াজ। পাকিস্তান ও মায়ানমারসহ নানা দেশ থেকে আমদানি করা পেঁয়াজে ধরছে পচন।

সিবি/এডিবি