ন্যাভিগেশন মেনু

পদ্মাসেতু না হওয়ার ষড়যন্ত্রে বিএনপিও যুক্ত ছিল: তথ্যমন্ত্রী


পদ্মাসেতু যাতে না হয় সেজন্য বহু ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপিও যুক্ত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। তিনি খুব জোর দিয়ে এ কথা বলেছিলেন। খালেদা জিয়া এটাও বলেছিলেন, আওয়ামী লীগ যদি জোড়াতালি দিয়েও বানায় তবে সেটার উপর দিয়ে কেউ যাবে না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি কি এখন সেতুর উপর দিয়ে নাকি নিচ দিয়ে যাবে? মির্জা ফখরুল সাহেবের কথায় মনে হচ্ছে, তারা উপর দিয়েই যাবে। এটি ভালো। তবে উপর দিয়ে যাওয়ার আগে সরকারকে একটি ধন্যবাদ দেয়া প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত নেতিবাচক প্রচারণা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ প্রায় হয়ে গেছে। তারা অতীতে যে প্রচারণা চালিয়েছে সেজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে ধন্যবাদ দেয়ার প্রয়োজন রয়েছে।’

ওআ/