ন্যাভিগেশন মেনু

৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে


৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও কুমিল্লার উপর দিয়ে। এছাড়া এসব এলাকায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার দুপুর পৌনে ১টার দিকে জরুরি ভিত্তিতে এক বিবৃত্তিতে এ সতর্কতা প্রকাশ করে আবহাওয়া অধিদফতর।

রবিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত হলো বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতর একটি ঝড়, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬১ কিলোমিটার বা একটি কালবৈশাখী ঝড়।

এতে নৌ যান ডুবে যাওয়ার বা নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ৬৫ ফুট বা তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌ-যানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

এছাড়া দেশের অন্য জায়গায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন

এমআইআর / এস এস