পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুধবার (৫ আগস্ট) সকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা জানান, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। ছুটির দিন বাদ দিয়ে বন্দরে আগের নিয়মে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।’
এমআইআর/এডিবি