ন্যাভিগেশন মেনু

৬ বছর পর মৃত মামুন আদালতে, ৩ কর্মকর্তাকে তলব


নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার পর লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়া যুবক মামুন একটি অপহরণ মামলার ৬ বছর পর আদালতে হাজির হয়েছেন। এ ঘটনায়  মামলার তদন্তকারী পুলিশ ও সিআইডির ৩ কর্মকর্তাকে তলব করেছেন সেখানকার একটি আদালত।

একইসঙ্গে এ ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই আদেশ দেন বলে জানা গেছে। মামলার এজাহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৩ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের ৭ কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ, ডিবি ও সিআইডির যে কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন তাদের তলব করেছেন আদালত।

তারা হলেন ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ ও এসআই জিয়াউদ্দিন উজ্জল।

বিবাদীরা হলেন- তাসলিমা, রকমত, রফিক, সাগর, সাত্তার, সোহেল। মামলার পর পুলিশ অভিযুক্ত ৬ জনকেই গ্রেফতার করে। ওই মামলাটি প্রথমে তদন্ত করে পুলিশ। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান। 

ওআ/