ন্যাভিগেশন মেনু

৬ মাস পর খুললো তাজমহল


করোনার কারণে ছয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগ্রার তাজমহল আজ সোমবার সকালে ফের খুলেছে।

দর্শনার্থীদের জন্য তাজমহল খুললেও থাকছে করোনার কঠোর স্বাস্থ্যবিধি। আর এসব বিধি অনুসরণ করেই তাজমহল দর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা। ভারতীয় গণমাধ্যমে এমন তথ্য জানানো হয়।

কঠোর কোভিড-১৯ নিয়ম মেনে পর্যটকদের প্রথমে থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে। তারপর স্যানিটাইজারও দেওয়া হচ্ছে দর্শনার্থীদের।  গেটের বাইরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা রয়েছে। শাহজাহান ও মমতাজের সমাধিস্থলেও ৫ জনের বেশি পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আগ্রার জেলাশাসক প্রভু এন সিং।

এছাড়া কোনো জিনিস নিয়ে স্মৃতি সৌধতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংক্রমণের আশঙ্কা এড়াতে টিকিট উইন্ডোটিও বন্ধ করা হয়েছে। শুধুমাত্র অনলাইনে এএসআইয়ের ওয়েবসাইট বা অ্যাপে টিকিট বিক্রি হয়েছে। কোড স্ক্যান করে তাজমহলে ঢুকতে হচ্ছে পর্যটকদের। তবে সমাধি পর্যন্ত দেখার জন্য ২০০টাকার টিকিট খুব কম বিক্রি হয়েছে বলে এএসআই সূত্রে খবর।

মনুমেন্টের সঙ্গে ছবি তোলার জন্য ডায়না সিট পর্যন্ত ৫০টাকার টিকিট কাটা দর্শনার্থীর সংখ্যাই বেশি। এএসআইয়ের আগ্রা সার্কেলের আধিকারিক বসন্ত কুমার বলেছেন প্রি লাঞ্চ ও পোস্ট লাঞ্চ এই দুটি স্লটে পর্যটকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রত্যেক স্লটে আড়াই হাজার করে পর্যটক তাজমহলে প্রবেশ করতে পারবেন।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে তাজমহল ও আগ্রা দুর্গ বন্ধ ছিল।

ওআ/