ন্যাভিগেশন মেনু

৭ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ।

২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মিরাজ-সাকিবের ঘুর্নিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে লংকানরা। ১০০ রান করার আগেই পাঁচ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান।

শ্রীলংকার হয়ে রান তাড়া করতে ইনিংস উদ্বোধনে নামেন দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুজন। ৫ম তম ওভারেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন মিরাজ। কট এন্ড বোল্ডের মাধ্যমে গুনাথিলাকাকে ফেরান তিনি। ১৯ বলে ২১ রান করেন এ লংকান ব্যাটসম্যান।

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে মুস্তাফিজের বলে সাজঘরে ফিরেন পাথুম নিশাংকা। এরপর দলের গুরুত্বপূর্ন সময়ে মেন্ডিসকে শিকার করে খেলার নিয়ন্ত্রন বাংলাদেশের পক্ষে আনেন সাকিব।

মিরাজের হাত ধরে চতুর্থ সাফল্যের দেখা পায় বাংলাদেশ। কুশল পেরেরার ব্যাক্তিগত ৩০ রানের সময়ে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকারে পরিনত করেন তিনি।

এরপরের ওভারেই লংকান শিবিরে পুনরায় আঘাত হানে মিরাজ। ধনঞ্জয় ডি সিলভাকে ৯ রানে বোল্ড করে ওয়ানডেতে নিজের ৫০তম উইকেট শিকার করে মিরাজ।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তার ৫২, মুশফিকুর রহিমের ৮৪ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৫৪ রানে ভর করে ছয় উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে টাইগাররা।

এমআইআর/ওআ