ন্যাভিগেশন মেনু

৭ ঘণ্টা পর কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু


ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

সোমবার সকাল ৯টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার দিনগত রাত পৌনে ২টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসার কারণে নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরির চালকরা।

যার ফলে নৌরুটের সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে কুয়াশা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সকাল ৯টার দিকে নৌরুটের কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ওয়াই এ / এস এস