ন্যাভিগেশন মেনু

রাজধানীতে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ


রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ী ধরতে অভিযান চালানোর সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে।

তবে, অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম চৌধুরী নামে ওই মাদক কারবারীকে ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় ইব্রাহিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তখন এএসআই উজ্জল গুলিবিদ্ধ হন। গুলিটি তার ডান পায়ে লেগেছে। পরে পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি পিস্তল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আহত এএসআই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, পুলিশকে লক্ষ্যকরে গুলি ছুড়তে শুরু করার পর পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ইব্রাহিমও গুলিবিদ্ধ হয়। তিনিও বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এস এ /এডিবি