ন্যাভিগেশন মেনু

৭ বছর পর ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো বায়ার্ন


বাঁজামাঁ পাভার্দের গোলে টাইগ্রেসকে হারিয়ে সাতবছর পর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ১-০ ব্যবধানে টাইগ্রেসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে জেতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

এডুকেশন স্টেডিয়ামে ম্যাচ জুড়ে একের পর এক আক্রমন বায়ার্নের। ইয়োশুয়া কিমিখের দারুন গোল বাতিল হয় ভিএআরে। সেই ভিএআরেই ভাগ্য খোলে হ্যান্সি ফ্লিক শিষ্যদের। বেনজামিন পাভার্ডের গোল শুরুতে বাতিল হলেও ডিভিও অ্যাসিস্টেন্ট রেফারির কল্যানে জয়সূচক গোল পায় বায়ার্ন।

বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ছয় শিরোপার সবগুলোই জিতলো বায়ার্ন। ২০০৯ সালে পেপ গার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিলো কাতালান ক্লাব বার্সেলোনা।

বায়ার্ন গত বছর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ। ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিলো গত ডিসেম্বরে, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়।

এমআইআর/এডিবি