ন্যাভিগেশন মেনু

‘আওয়াজ উডা’ গানের শিল্পী র‍্যাপার হান্নানের মুক্তি


শিক্ষার্থীদের আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামের জ্বালাময়ী একটি গান প্রকাশ করেছিলেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। সে গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

গত সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর একে একে আন্দোলনের সময় বন্দিরা মুক্তি পাচ্ছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরদিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তরুণ র‍্যাপার হান্নানও।

গত ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ গানটি প্রকাশ করা হয়। হান্নানকে গ্রেফতারের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেখ হাসিনার সরকার।