ন্যাভিগেশন মেনু

‘আসুন দলাদলি বাদ দিয়ে দিনাজপুর জেলার জন্য কাজ করি’


রাজনৈতিক দলাদলি বাদ দিয়ে দিনাজপুর জেলার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

রবিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুরের গ্রিণভিউ কমিউনিটি সেন্টারে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুর তথা উত্তরবঙ্গের প্রাচীন প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক উত্তরা’র ৪৭তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জেলাবাসীর জন্য ১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেছেন। লেজুরবৃত্তি রাজনীতির কারণে এবং দলীয় হিংসাপরায়নের কারণে দিনাজপুরে উন্নয়নের খবর পত্রিকার পাতায় ছাপায় না সাংবাদিকরা। দলীয় সংঘাতের কারণে দিনাজপুরের উন্নয়ন এতোদিন হয়নি। এখন সময় এসেছে সকলকে একযোগে কাজ করতে হবে, নিজের দিনাজপুর জেলার জন্য কাজ করতে হবে।'

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'রাজনীতির গন্ডি পেরিয়ে একজন সাংবাদিক হিসেবে দিনাজপুরের উন্নয়নের কথা পত্রিকার পাতায় লিখুন। দিনাজপুর জেলা সবার।'

নৌ- প্রতিমন্ত্রী আরও বলেন, দিনাজপুর জেলায় ইপিজেড হবে ইতোমধ্যে ১০০ কোটি টাকার জমি কেনা হয়েছে। শেখ জামাল নামে দিনাজপুরে আইটি পার্কেরও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দিনাজপুর জেলা আর বন্যায় ভাসবে না। ইতোমধ্যে দিনাজপুরের ঢেপা নদী, পুনর্ভবা নদীসহ বেশ কয়েকটি নদীর উন্নয়ন কাজ চলছে। বন্যা হলে আর দিনাজপুর জেলা ডুববে না।

এ ছাড়াও দিনাজপুর জেলার ১০ মাইল হতে দিনাজপুর শহর পর্যন্ত ইতোমধ্যে ফোর লাইনের কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে দিনাজপুর জেলা হবে একটি মডেল।

তিনি বলেন, 'আমি শুধু আমার এলাকার কথা ভাবি না। দিনাজপুর জেলার রাস্তা-ঘাটের উন্নয়ন বাজেট নিয়ে কথা বলেছি। আর কিছুদিনের মধ্যে সেটি পাশ হবে এবং রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু হবে', বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মুহাম্মদ মহসীনকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তার সাংবাদিকতা সম্পাদকীয়তাসহ তার কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান মাইকেল, দৈনিক উত্তরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমদ জাকি সুমন মহসীন, দিনাজপুর যুব লীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ জব্বার ও সাংবাদিক কামরুল হুদা হেলাল।

আহমাদ জাকি সুমন মহসীর সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক উত্তরা পরিবারের বার্তা সম্পাদক মো. ইদ্রিস আলী, ইউনিট চিফ আব্দুস সালাম, স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ, বজলার রহমান, মিন্নাতুল্লাহ মিন্নাতসহ ইলেকট্রিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক, স্থানীয় প্রশাসন, শিক্ষক, ব্যাংককারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দৈনিক উত্তরার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম অধ্যাপক মুহাম্মদ মহসীনের লেখা ‘প্রত্যাবর্তন’ বইটি প্রধান অতিথিকে উপহার হিসেবে দেন দৈনিক উত্তরার ভারপ্রাপ্ত সম্পাদক আহমাদ জাকি সুমন মহসীন।

এএস/সিবি/এডিবি/