ন্যাভিগেশন মেনু

‘এগিয়ে থাকার আভাস পেলেই নিজেকে জয়ী ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের’


৩ নভেম্বরের নির্বাচনে যদি ‘এগিয়ে থাকার’ আভাস পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই  নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি রাজ্য আগামী ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। আবার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে ৩ নভেম্বরের পর। এমন পরিস্থিতিতে নির্বাচনের চূড়ান্ত ফল পেতে কয়েকদিন লেগে যেতে পারে। তবে ট্রাম্প চান নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা দিতে।

এ বিষয়ে ট্রাম্প তার ঘনিষ্টজনদের বলেছেন, মঙ্গলবার রাতে যদি এগিয়ে থাকার আভাস পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন। ক্ষমতাসীন প্রেসিডেন্টের এই মন্তব্য শুনেছেন এমন তিনটি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় অ্যাক্সিওস।

তবে ট্রাম্প অ্যাক্সিওস-এর প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন । তবে তিনি নিশ্চিত করেছেন, ভোট সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব গণনা শেষ করানোর চেষ্টা করবেন।

রবিবার ১ নভেম্বর নর্থ ক্যারোলিনায় তিনি সাংবাদিকদের বলেছেন, ভোটের পর খুব বেশি সময় ফলের অপেক্ষাটা যথাযথ নয়। 

সিবি/ওআ