ন্যাভিগেশন মেনু

‘খুইজা লন, বাইছা লন মাত্র ৩০’


‘খুইজা লন-বাইছা লন মাত্র ৩০’, ঠিক এমনি কন্ঠ শোনা যায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে।

বলছিলাম ঠাকুরগাঁও শহরের ভ্রাম্যমাণ শীতবস্ত্র বিক্রেতাদের কথা। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব দোকানে মানুষের ভীড় লক্ষ্য করা যায়। ছোট, বড় সকলের জন্য রয়েছে সস্তায় শীতের কাপড়।

সারাদিন হাল্কা রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা। ভোরের দিকে চাদরে ঢেকে দিচ্ছে কুয়াশা। এরই মধ্যে শীত মোকাবেলায় জেলায় জমতে শুরু করেছে ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকানগুলো।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের বড়মাঠ, রোড যুব সংসদ মাঠে, পৌর হকার্স মার্কেটে, পুরাতন বাসস্ট্যান্ড, আদালত চত্বরসহ গ্রামের বিভিন্ন হাট বাজারে এ সময় শীতবস্ত্র বিক্রি করতে দেখা যায়। গরীবদের পাশাপাশি অনেক উচ্চবিত্তরাও ভীড় করেন এখানে কাপড় কিনতে।

শহরের প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে কাপড় কিনতে আসেন আয়েলা খাতুন। তিনি আজকের বাংলাদেশ পোস্টকে জানান, ‘কিছুদিন ধরেই আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে। বাচ্চারাসহ এসেছি কিছু শীতের গরম কাপড় কিনতে। প্রতিবারে এখান থেকে কাপড় নেওয়া হয়। কারণ এখানে দাম কিছুটা কম পাওয়া যায়।’

আরেক ক্রেতা রহিমুল আলম বলেন, ‘গতবার কিছুটা কাপড়ের দাম কম ছিলো। তবে এবারে একটু বেশি আছে। তবে কাপড়ের মান ভালো তাই একটু দাম বেশি হলেও সমস্যা নেই। কিন্তু শহরের বড় বড় মার্কেটে দাম অনেক বেশি। সেখান থেকে নেওয়ার মতো সাহস হয় না।’

শীতবস্ত্র ব্যবসায়ী ওমর ফারুক আজকের বাংলাদেশ পোস্টকে জানান, ‘এবারে শীত একটু আগেই পড়েছে। তাই কাপড়ের ব্যবসায় অনেক ভালো হচ্ছে। ক্রেতারা তাদের সাধ্যমতো কাপড় নিতে পাড়ছেন। আমরা যতোটা পাড়ি কম রাখার চেষ্টা করি।’

আরেক ব্যবাসয়ী ফয়সাল হোসেন বলেন, ক্রেতাদের চাহিদার কথা ভেবে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট, টুপি সবই মিলছে এসব দোকানে। দামে সস্তা হওয়ায় নিম্নবিত্ত ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদা বেশি। মেয়েদের সোয়েটারের দাম মানভেদে ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৪ হাজার টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৬০০ টাকা, হাত মোজা ৩০ থেকে ১৫০ টাকা। এছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

সিবি/এডিবি