ন্যাভিগেশন মেনু

‘গণতন্ত্র: গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শীর্ষক আন্তর্জাতিক ফোরাম চলছে বেইজিংয়ে


দ্বিতীয় ‘গণতন্ত্র: গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ আন্তর্জাতিক ফোরাম এখন বেইজিংয়ে চলছে। শতাধিক দেশ ও অঞ্চলের তিন শতাধিক প্রতিনিধি অনলাইন ও অফলাইনে এতে অংশ নিচ্ছেন।

বিশ্বের বেশ কয়েকজন সাবেক রাজনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞ ‘গণতন্ত্র ও বিশ্ব পরিচালনা’, ‘গণতন্ত্র ও সভ্যতার বৈচিত্র্য’, ‘গণতন্ত্র ও আধুনিকায়নের পথ’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।

ফোরামে অংশগ্রহণকারীরা মনে করেন, গণতন্ত্র গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ, যা বিভিন্ন দেশের আধুনিকায়ন বাস্তবায়ন করা এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার মূল ভিত্তি। গণতন্ত্র বৈচিত্র্যময় হতে পারে, এর কোনো একক মানদণ্ড নেই। কোনো দেশ নিজ গণতন্ত্র অন্য দেশে চাপিয়ে দিতে পারে না, অন্য দেশে তথাকথিত ‘গণতান্ত্রিক সংস্কার’ করতে পারে না। তা গণতান্ত্রিক চেতনার পদদলন। বিভিন্ন দেশের উচিত বিশ্বের সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করা, সহনশীল হওয়া, মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটির চেতনা গড়ে তোলা  এবং হাতে হাত রেখে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করা। - সূত্র: সিএমজি