ন্যাভিগেশন মেনু

‘চাকরির পিছনে না ঘুরে কারিগরি প্রশিক্ষন নিয়ে দেশের উন্নয়ন সম্ভব’


চাকরির পিছনে না ঘুরে কারিগরি প্রশিক্ষন নিয়ে দক্ষ মানবসম্পদ হতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।

শুক্রবার ( ৩০ অক্টোবর ) কারিতাস-মঙ্গল ধ্যান মিলনায়তনে শারীরিক সহিংসতা নিরসন ও শিশু শ্রম প্রতিরোধ প্রকল্প, দিনাজপুর এপি ও কাহারোল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শহীদ ফাদার লুকাশ টেকনিক্যাল স্কুল, কারিতাস এর বাস্তবায়নে শ্রমজীবী শিশুদের কারিগরি প্রশিক্ষন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এবারের প্রতিপাদ্য বিষয় “আমিই পাড়ি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে”।

নির্বাহী অফিসার মোঃ এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যদি আমাদের সন্তানদের কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে চাকরির পিছনে ছুটার কোন প্রয়োজন নাই। শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের বিকল্প প্রশিক্ষণই। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান আজকের এই শিশুদের চলার পথে নিজের প্রতিষ্ঠিত করতে কাজে লাগাতে হবে।

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত ম্যানেজার যোহন মুর্মুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহারোল এপি’র স্পন্সারসিপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা প্রদীপ হাসদা, জেলা শিশু শ্রম পর্যবেক্ষন কমিটির সদস্য মোঃ সোহেল আরমান রাকিব।

অনুষ্ঠানে ৪৮ দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণে দিনাজপুর কাহারোল উপজেলা হতে ১২ জন ও দিনাজপুর সদর উপজেলা হতে ১৮ জন মোট ৩০ জন শিশু শ্রমিক ছেলে-মেয়েকে প্রশিক্ষন শেষে সনদপত্র ও বিনামূল্যে টুলস (উপকরণ) এবং সেলাই মেশিন প্রদান করা হয়।

এস এ/ওআ