NAVIGATION MENU

‘চিরনজীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সিকদার গ্রুপের পাঁচ কোটি টাকার চুক্তি


সিকদার গ্রুপ ‘চিরনজিব মুজিব’ শীর্ষক একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য হায়দার এন্টারপ্রাইজের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। 

ডকুমেন্ট-ফিল্মটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হবে।  

শিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড  ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে রন হক সিকদার এবং হায়দার এন্টারপ্রাইজের পক্ষে লিটন হায়দার শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর সিকদার হাউসে স্ব স্ব প্রতিষ্ঠানের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তি অনুসারে এই চলচ্চিত্রটির বাণিজ্য, প্রদর্শনী ও বিজ্ঞাপনটি থেকে প্রাপ্ত আয় বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে জমা দেওয়া হবে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে স্পনসর সংস্থা প্রযোজনা সংস্থাকে দুটি সমান কিস্তিতে পুরো পরিমাণ সরবরাহ করবে। সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার সৈয়দ কামরুল ইসলাম মোহন, সিকদার গ্রুপের অন্যান্য  উর্ধ্বতন কর্মকর্তারাও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওআ/ এস এস