ন্যাভিগেশন মেনু

‘জাতীয় রপ্তানি ট্রফি’ পেলেন ৬৬টি প্রতিষ্ঠান


রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬৬টি  প্রতিষ্ঠানকে ২০১৬-১৭ অর্থবছরে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৬-১৭ অর্থবছরের জন্য জাতীয় রফতানি ট্রফিতে স্বর্ণপদক   পেল  তৈরি পোশাক (ওভেন) হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। একই খাতে ব্রোঞ্জ ট্রফিও পেল হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড এবং রৌপ্য পদক পেল এ কে এম নিটওয়্যার।

জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুসারে এবার তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, অন্যান্য শিল্পপণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানাসহ মোট ২৮টি শ্রেণিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক দেওয়া হয়।

 সিবি / এস এস