ন্যাভিগেশন মেনু

‘জ্ঞানের কোন শেষ নেই’


জ্ঞান অর্জনের জন্য বয়স কোন বিষয় নয়। জ্ঞানার্জনের কোন শেষ নেই।  বয়স যে কোন বিষয় নয় গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তা প্রমাণ রেখেছে।

এ বিশ্ববিদ্যালয়টি সকল বয়সের মানুষের শিক্ষা লাভের জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টি শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি প্রদীপ হিসেবে কাজ করছে। যারা বিভিন্ন কারণে নিয়মিত শিক্ষা লাভ করতে পারেননি অথবা বয়সের কারণে শিক্ষাঙ্গান থেকে বাদ পড়েছেন তারাই এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, যারা বিদেশে কাজ করছেন অথবা বিভিন্ন কারণে

বিদেশে অবস্থান করছেন তাদের জন্যেও শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের দেশের জন্য গৌরবের বিষয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৭তম বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাযার্চ প্রফেসর ড. এম এ মাননান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল সাজে সজ্জিত এক বিশাল শোভাযাত্রা

বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপচার্য কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটায় অংশ নেন মেয়র মো: জাহাঙ্গীর আলম, উপাচার্য প্রফেসর ড. এম এ মান্নান, ইউ.জি.সি প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেস হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আসফাক হোসেন, রেজিষ্ট্রার ড. মো: শফিকুল আলম, পরিচালক তথ্য ও জনসংযোগ (পিআরএল) আবুল কাশেম শিখদার প্রমুখ।

এর আগে রঙিন বেলুন ও সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী ১২টি আঞ্চলিক কেন্দ্রসহ সকল ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

এস এস

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন