ন্যাভিগেশন মেনু

দু্ই-তিন দিনের মধ্যে আসছে রেমডিসিভির: স্বাস্থ্যমন্ত্রী


করোনা পরিস্থিতি নিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে আগামী দুই-তিন দিনের মধ্যেই দেশে উৎপাদিত করোনাভাইরাসের ওষুধ জেনেরিক রেমডেসিভির হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৬ মে) ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের এসব বলেন বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার (কভিড ১৯) হাসপাতাল উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ সরকারি খরচে। ’

তিনি বলেন, ‘এই ২শ’ শয্যার (কভিড ১৯) হাসপাতাল রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। ’

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার (০৮ মে) সকাল থেকে শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি।

ওয়াই এ/ এডিবি