ন্যাভিগেশন মেনু

‘ফাস্র্ট টাইম মেশিন চালাইলাম’ আটক কিশোর


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলি করার ভিডিও ভাইরাল, সেই কিশোরকে আটক আটক করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ।

ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করে এবং ভিডিওর ক্যাপশনে ‘ফাস্র্ট টাইম মেশিন চালাইলাম’ লিখে কিশোর ফারহান আহমেদ রাহুল ওরফে তানভীর (১৭)।

সোমবার (২২ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার দাপা বেপারীপাড়া থেকে দিবাগত রাত ৩টার দিকে তানভীরকে আটক করা

তানভীর ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সংবাদমাধ্যমকে বলেন, রাতেই তাকে আটক করা হয়েছে। অস্ত্র ও গুলির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আটক ফারহান আহমেদ রাহুল ওরফে তানভীর কোনো কিশোর গ্যাংয়ের সঙ্গে বা অপরাধচক্রের সঙ্গে জড়িত আছে কি-না জানতে চাইলে ওসি রকিবুজ্জামান বলেন, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার কাছে থেকে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

ভিডিওটি আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, অত্যাধুনিক পিস্তলে ম্যাগাজিন ঢুকিয়ে লোড করে পরপর দুটি ফাঁকা গুলি ছোড়ে এক কিশোর।

ভিডিওর ক্যাপশনে লিখা, ‘ফাস্র্ট টাইম মেশিন চালাইলাম’।

ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬টার মধ্যে।

সিবি/এডিবি/