ন্যাভিগেশন মেনু

করোনায় সংগীত প্রযোজক সেলিম খানের মৃত্যু


করোনাভাইরাসে মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান এ কথা জানান।

রবিন ইমরান জানান, শুক্রবার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর অবস্থার অবনতি হলে বুধবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মরদেহ জুরাইনে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

’৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনো প্রযোজনা অব্যাহত রেখেছে।

ধারণা করা হয়, এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় সংগীত ক্যাটালগ রয়েছে সংগীতা তথা সেলিম খানের ব্যানারে।

ওআ/