ন্যাভিগেশন মেনু

‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ হলেন মারিয়া থাটিল


ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মাথায় উঠল অস্ট্রেলিয়ার মুকুট। সম্প্রতি ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী মারিয়া থাটিল।

গত ২৮ অক্টোবর প্রথম ভার্চুয়ালি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা।

করোনা অতিমারীর কারণে মেলবোর্নের পাঁচতারা হোটেল সোফিটেল মেলবোর্ন অন কলিনসে এ আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, মোট ২৬ জন প্রতিযোগীর মধ্যে মিউ ইউনিভার্স অস্ট্রেলিয়ার মুকুটটি ছিনিয়ে নেন মারিয়া। ভার্চুয়াল ইভেন্টের শেষে মারিয়াকে মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ প্রিয়া সেরাও।

নব্বইয়ের দশকে মারিয়ার মা-বাবা ভারত ছেড়ে মেলবোর্নে চলে যান। তারপর থেকে সেখানেই থাকতে শুরু করেন তারা। মেলবোর্নেই জন্ম মারিয়ার।

২৭ বছরের মারিয়া একজন মেক-আপ আর্টিস্ট। ফেসবুক, ইনস্টাগ্রামে মেক-আপ সম্পর্কে নানা তথ্য শেয়ার করেন তিনি। এছাড়া মারিয়ার একটি ইউটিউব চ্যানেলও আছে।

ওয়াই এ/ওআ