ন্যাভিগেশন মেনু

‘রপ্তানিপণ্যের বহুমূখী করনে টেকনোলজি সেন্টার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে’


বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। দেশে দক্ষ জনশক্তি তৈরী এবং রপ্তানিপণ্যের বহুমূখী করনে এ টেকনোলজি সেন্টার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২১ জুলাই) চট্রগ্রামের মিরসরাই ও গাজীপুরের কালিয়াকৈরে টেকনোলজি সেন্টার নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টেকনোরজি সেন্টার স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল। এখানে ম্যান্যুফ্যকচারিং খাতের আধুনিকায়ন, অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ, ডিজাইন তৈরী ও উদ্ভাবনে সহায়তা, উৎকর্ষতা বৃদ্ধি এবং দক্ষ কর্মী তৈরী করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘দেশের ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ভিশন ২০৪১ এর আলোকে রপ্তানি নীতিতে পণ্য বহুমূখী করণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই দক্ষকর্মী তৈরী এবং রপ্তানি বহুমূখীকরণে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে।’

অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সামলমান এফ. রহমান, এমপি বলেন, ‘টেকনোলজি সেন্টার স্থাপনের মাধ্যমে নতুন যুগের সূচনা হলো। এখানে অনেক দক্ষ কর্মী গড়ে তোলা সম্ভব হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। রপ্তানি পণ্য বহুমূখী করনে এ সেক্টর বড় ভূমিকা রাখতে সক্ষম হবে এবং রপ্তানি বাড়বে। চলমান পরিস্থিতিতে বিশ্বের অর্থনৈতিক সংকটের সময়েও বাংলাদেশ থেমে নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, ‘সারা বিশ্বে আজ অর্থনৈতিক মন্দা চলছে। এর মাঝেও বাংলাদেশ অর্থনীতি সচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হাইটেক পার্ক বিনিয়োগের জন্য আকর্ষনীয় হয়ে উঠেছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীগণ এগিয়ে এসেছেন। তথ্য প্রযুক্তি খাত দেশের জন্য খুবই সম্ভাবনাময়।’

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পেটেটিভনেস ফর জবস ইসিফোরজে প্রকল্পের আওতায় দুইটি টেকনোলজি সেন্টার গড়ে তোলা হবে চট্রগ্রামের মিরের সরাই ইকোনমিক জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেজার ১০ একর জমির উপর এবং অপরটি হবে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেকপার্ক-এ ৪ একর জমির উপর।

এসময় চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের(বেজা) নির্বাহী সদস্য(অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান, অপর চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক(যুগ্ম সচিব) মো. সফিকুল ইসলাম। চুক্তি দু’টিতে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পেটেটিভনেস ফর জবস ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব) মো. ওবায়দুল আজম।

এমআইআর/ওআ