ন্যাভিগেশন মেনু

‘শেখ হাসিনা জেগে আছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে’


শেখ হাসিনা জেগে আছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটশনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও অনলাইন থ্রিডি ভার্চুয়ালি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বিশ্বসভা নেত্রী। বিশ্ববাসীর মুকুটমণি শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে আজ এতদূর এসেছেন। শেখ হাসিনার পরিবারের কাছ থেকে সততার রাজনীতি শেখার আছে। সরকার প্রধান হয়েও সাধারণ জীবনযাপনে তাকে করেছে আরো অসাধারণ। শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। তিনি জেগে আছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগ যখন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছিল তখন খালেদা জিয়া বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তাহলে আজ মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতারা পাগল আর শিশুদের দিয়ে নিরপেক্ষ সরকারের একটি প্রস্তাব পাঠান। সংবিধানে আছে রাষ্ট্রপতি দ্বারা সার্চ কমিটি গঠন করা যাবে। রাষ্ট্রপতিকে মানবেন না, সার্চ কমিটি মানবেন না। আসলে বিএনপি সত্যকে বিকৃতি করছে, সংবিধানের বিরোধিতা করছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়, গাজী মেজবাহউল হক সাচ্চু, কাজী মোয়াজ্জেম হোসেন, মোবাশ্বের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।

ওআ/