ন্যাভিগেশন মেনু

‘সংক্রমণ ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্য সম্মত নয়’


করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্য সম্মত নয় মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, ‘আমরা বিজ্ঞানকে অস্বীকার করে চলতে পারি না। বিজ্ঞান যেখানে বলছে, শতকরা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্য সম্মত নয় এবং বিজ্ঞান সম্মত নয়। সেখানে দেশে সংক্রমণের হার প্রায় ২৪ ভাগ। আর কোনো কোনো জেলায় ৫০ ভাগেরও উপরে, সেসময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা দাবি আদৌ কোন যৌক্তিকতা আছে কিনা, সেটা অবশ্যই ভেবে দেখার ব্যাপার আছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশগুলো বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেছেন। আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরে তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য বাবা-মায়েরা উন্মুখ হয়ে থাকেন, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসে থাকেন। সেখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর।’

এমআইআর/ওআ