ন্যাভিগেশন মেনু

ফাইজারের করোনার টিকা হালাল!


যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটির আইন বিশেষজ্ঞ দল ফাইজার ও বায়োএনটেকের উৎপাদিত কোভিড -১৯ টিকার উপাদান পর্যালোচনা করে এটিকে হালাল বলে আখ্যায়িত করেছেন।

ইসলামী শরিয়ার আলোকে টিকার ব্যবহার নিয়ে সম্প্রতি এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

তারা বলেছেন, ফাইজার বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিন আমাদের কাছে উপলব্ধ তথ্যের ভিত্তিতে হালাল। যুক্তরাজ্য সরকার নিশ্চিত করেছে যে, ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনে প্রাণী উৎসের কোনও উপাদান নেই।

সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, 'মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস অ্যাজেন্সি নিশ্চিত করেছে যে ফাইজার ও বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনে প্রাণী উৎসের কোনও উপাদান নেই।'

কমিটির আলেমরা জানিয়েছেন, আমরা ফাইজারের সাথে যোগাযোগ করেছি। প্রাথমিকভাবে, উদ্বেগের একমাত্র উপাদান ছিল কোলেস্টেরল, কারণ এটি প্রাণীর চর্বি থেকে নেওয়া হয়। তবে এটি সাধারণত মুরগির ডিম থেকে উৎপন্ন হয়।

তারা নিশ্চিত করেছেন, এটি পশুর চর্বি দ্বারা উৎপন্ন হয় নয়, তাই এটি হালাল। সংস্থাটি আমাদের কাছে একটি ইমেলের মাধ্যমে এটিও নিশ্চিত করেছে যা জানিয়েছে, “COVID-19 mRNA ভ্যাকসিন বিএনটি ১৬২ বি ২ তে ব্যবহৃত সমস্ত লিপিড এক্সপিপিয়েন্টস উপাদানগুলো উদ্ভিদ দ্রব্য থেকে উৎপন্ন কিংবা সিন্থেটিক। ভ্যাকসিনে কোনও প্রাণীর উপাদান নেই।”

গত ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যের স্বাস্থ্যবিভাগ ফাইজার ও বায়োএনটেকের টিকা অনুমোদন দেয়। এরপর গত ৮ ডিসেম্বর থেকে এর ব্যবহার শুরু হয়। সূত্র : ইসলামিক পোর্টাল

ওয়াইএ/ এডিবি