ন্যাভিগেশন মেনু

‘সেক্স অ্যান্ড দ‌্য সিটি’ খ্যাত অভিনেতা উইলি গার্সন আর নেই


‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ খ‌্যাত হলিউড অভিনেতা উইলি গার্সন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানিয়েছেন উইলির ছেলে নাথেন গার্সন।

উইলি গার্সনের একটি ছবি পোস্ট করে নাথেন লিখেন—‘আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। শান্তিতে ঘুমাও। আমি খুবই আনন্দিত কারণ তুমি তোমার সমস্ত অ‌্যাডভেঞ্চার আমার সঙ্গে শেয়ার করেছো। আমি তোমার জন‌্য গর্বিত। তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। তুমি যতটা জানো তারচেয়েও বেশি তোমাকে ভালোবাসি।’

এইচবিও সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’তে স্টানফোর্ড ব্লাচ চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন গার্সন।

সম্প্রতি গার্সন আরেকটি নতুন সিরিজ ‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট’-এ অভিনয় করছিলেন। আরেক টিভি সিরিজ হোয়াইট কলারে মোজি চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়ান তিনি।

গার্সনের পুরো নাম উইলিয়াম গার্সন পাসজামান্ট। ১৯৬৪ সালে নিউজার্সিতে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেছেন থিয়েটার নিয়ে। ইয়েল স্কুল অব ড্রামা থেকে ফাইন আর্টসে মাস্টার্স করেন গার্সন। ১৯৮০ সালের দিকে বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। তার মধ্যে মধ্যে আছে চিয়ার্স, ফ্যামিলি টাইস ও এলএ ল। এছাড়া ১৯৯০ দশকের বেশ কয়েকটি জনপ্রিয় প্রোগ্রাম দ্য এক্স-ফাইলস, বয় মিটস ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রেন্ডসেও দেখা যায় গার্সনকে।

ওআ/