ন্যাভিগেশন মেনু

আফগানিস্তানে ফাঁসি ও অঙ্গচ্ছেদ কার্যকর করা হবে


আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও অঙ্গচ্ছেদের মতো চরম শাস্তি আবার চালু করা হবে জানিয়েছেন তালেবানের কুখ্যাত ধর্মীয় পুলিশ প্রধান।

দেশটির কারাগারের দায়িত্বে থাকা মোল্লা নূরুদ্দিন তুরাবি এপি নিউজকে বলেন, অঙ্গচ্ছেদ 'নিরাপত্তার জন্য প্রয়োজনীয়'।

তিনি বলেন, যেহেতু তারা নব্বইয়ের দশকে পূর্ববর্তী তালেবান শাসনের অধীনে ছিল তাই এই শাস্তি জনসমক্ষে প্রকাশ করা যাবে না। কিন্তু তিনি তাদের অতীতের প্রকাশ্য মৃত্যুদণ্ডের প্রতি ক্ষোভ উড়িয়ে দিয়ে বলেন, 'আমাদের আইন কি হওয়া উচিত তা কেউ বলবে না।'

বিবিসি জানায়, গত ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে তালেবানরা তাদের আগের শাসনামলের তুলনায় একটি নমনীয় সরকারের প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু ইতোমধ্যেই দেশজুড়ে বেশ কয়েকটি মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার, হিউম্যান রাইটস ওয়াচ হুঁশিয়ারি দিয়েছে যে, হেরাতের তালেবানরা "উচ্চপদস্থ নারীদের সন্ধান করছে, নারীদের বাড়ির বাইরে চলাচলের স্বাধীনতা খর্ব করা এবং বাধ্যতামূলক নির্ধারিত পোশাক পরার কথা বলেছে।

গত আগস্ট মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, নির্যাতিত হাজারা সংখ্যালঘুর নয় সদস্যের হত্যার পেছনে তালেবান যোদ্ধারা ছিল।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সে সময় বলেছিলেন, এই হত্যাকাণ্ডগুলো ছিল 'ঠান্ডা মাথার বর্বরতা', 'তালেবানদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া এবং তালেবান শাসন কী নিয়ে আসতে পারে তার একটি ভয়াবহ সূচনা।' সূত্র: বিবিসি

এডিবি/