ন্যাভিগেশন মেনু

করোনার থাবায় স্থগিত হয়ে গেল দ. আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ


করোনার কারণে স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ।

সোমবার (৭ ডিসেম্বর) দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য-সুরক্ষার কথা চিন্তা করে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি স্থগিত হওয়ার সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী কুগান্ধিরে গোভেন্দার বলেন, ‘করোনা সবার মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলছে। আমরা দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করেছি। আমাদের সাহায্য করার জন্য ইংল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ। আশা করি খুব দ্রুত সময়ে এই সিরিজটি আবার আয়োজন করব আমরা।’

অপরদিকে সিরিজ স্থগিত হওয়ার বিষয়ে ইংল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট আমাদের দিক বিবেচনা করে সিরিজটি স্থগিত করায় তাদের ধন্যবাদ। আমরা সব সময় তাদের পাশে আছি। আমরা আবার আসব খেলোতে।’

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবার কথা থাকলেও প্রথম ওয়ানডের টসের আগে জানা যায় দক্ষিণ আফ্রিকা দলের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এরপর প্রথম ওয়ানডে পিছিয়ে দেয়া হয় ৬ ডিসেম্বর।

নতুন সূচিতে খেলা শুরুর আগে জানা যায় আরও এক সদস্য আক্রান্ত প্রোটিয়া দলে। আর তাতেই খেলোয়ারদের স্বাস্থের কথা বিবেচনা করে সিরিজ স্থগিত করা হয়।

এমআইআর/ওআ