ন্যাভিগেশন মেনু

ইউপি চেয়ারম্যান মজিবরের নেতৃত্বে অবৈধ মাটি বিক্রির অভিযোগ, খননযন্ত্র জব্দ


ঢাকার ধামরাইয়ে অর্পিত সম্পত্তির অধীনে অধিকৃত কৃষি জমির মাটি খনন করে ইটের ভাটায় বিক্রি করার অভিযোগে একটি খনন যন্ত্র (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানসহ সূত্রাপুর এলাকার শহিদুল ইসলাম, নাহিদ, ইমরান হোসেন দীর্ঘ ৭ মাস যাবৎ ওই এলাকা থেকে কৃষি জমির মাটি ও অর্পিত সম্পত্তি থেকে মাটি খনন করে ইটের ভাটায় বিক্রি করে আসছেন। এতে করে সরকারি স্বার্থ ক্ষুন্ন করার পাশাপাশি তীব্র গরমে ধূলার কারণে এলাকাবাসীসহ সাধারণ পথচারী ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

গত বুধবার (১ মে) রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর বালিয়া ভূমি অফিসের উত্তর পাশে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত বৈদ্য।

গ্রামবাসীরা অভিযোগ করে জানান, তাদের একমাত্র পেশা কৃষিকাজ। তিন ফসলি জমির মাটি ভেকু (খনন যন্ত্র) দিয়ে কাটা হচ্ছে। এতে পাশের ফসলি জমির মাটি ধসে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে জমির মালিকরা কম দামে তাদের কাছে জমি বিক্রি করছেন। এতে তিন ফসলি জমি কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হাসেম বকুল বলেন, নাহিদ, ইমরান, শহিদুল ইসলাম সহ কয়েকজন অর্পিত সম্পত্তির আওতায় থাকা ভূমির মাটি খনন করে ইটের ভাটায় বিক্রি করছেন। সেখানে মোট ফসলি জমির পরিমাণ ২৭-২৮ শতাংশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে এসিল্যান্ড সেখানে গিয়েছিল। পরে তিনি ওইখানে গিয়ে কাউকে না পেয়ে পড়ে থাকা একটি ভেকু(খনন যন্ত্র) জব্দ করেন।