ন্যাভিগেশন মেনু

ইউপি নির্বাচন: কটিয়াদীতে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে স্থানীয় সাংসদের বাসভবনে ধরণা দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। 

মনোনয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদসহ কেন্দ্রে এবং জেলার নেতৃবৃন্দের দপ্তরে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে নিজেদের বিভিন্ন কৌশল অবলম্বন করে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মিটিং-মিছিল, লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার মধ্যদিয়ে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর মনোনয়ন প্রত্যাশীরা গ্রামে-গঞ্জে, হাট-বাজারে বর্তমান সরকারের উন্নয়ন ও সমৃদ্ধি তুলে ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছে, ইউপি নির্বাচনকে ঘিরে জামাত-বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্র থেকে জেলা পর্যন্ত লবিং বাড়িয়ে দিয়েছেন। নিজেদের অবস্থান শক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করছেন।

তারা মনে করেন, স্থানীয় ইউপি নির্বাচনে দলের দুর্দিনের তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করলে আগামী সাংসদ নির্বাচনে এক ধরনের প্রভাব পড়তে পারে। তাই সৎ, মেধাবী ও যোগ্য প্রার্থীকে তৃণমূল থেকে বাছাই করে নৌকার মনোনয়ন দিয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি নূর মোহাম্মদ এক আলোচনায় বলেন, ‘দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে; সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হলে তারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখবে।

এআর/এডিবি/