ন্যাভিগেশন মেনু

ইসরায়েলের কারাগার থেকে পালানো ২ ফিলিস্তিনি আটক


ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে পালিয়ে যাওয়া শেষ দুই ফিলিস্তিনি বন্দীকে আটক করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে ছয় জন বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। এরমধ্যে চারজনকে আগেই আটক করা হয়েছিল।

রবিবার (১৯ সেপ্টেম্বর) তাদের আটক করা হয় বলে জানায় ইসরাইলী সেনাবাহিনী। ট্যুইটারে পুলিশ জানায় গত ৬ সেপ্টেম্বর গিলবোয়া কারাগার থেকে পালিয়ে আসা ছয় জনের মধ্যে শেষোক্ত দুইজনকে দেশটি পূর্বাঞ্চলীয় জেলার জিনিন শহর থেকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন, ফিলিস্তিনী ইসলামিক জিহাদের সদস্য ৩৫ বছর বয়সী কামামজি এবং ২৬ বছর বয়সী মুনাদেল ইনফিয়াত।

জেলপালানোর ঘটনা ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থাকে বিব্রত অবস্থায় ফেলে দেয়। 

বহু ফিলিস্তিনীর কাছে নায়ক বনে যাওয়া এই ছয় জন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে আটক ছিল। কিন্তু তারা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে সম্প্রতি জেল থেকে পালিয়ে যায়।

সেনাবাহিনী বলেছে, আটক দুজন গোয়েন্দা বাহিনীর সদস্যদের কাছে “নিরাপত্তা বাহিনী দ্বারা ঘিরে থাকার পর” আত্মসমর্পণ করেছে। রবিবার ভোরে শহরে অভিযান চালানোর সময় জেনিনের ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, নিরাপত্তা বাহিনী সরে যাওয়ার সাথে সাথে সংঘর্ষ শুরু হয়। বাসিন্দারা সৈন্যদের লক্ষ্য করে পাথর এবং বিস্ফোরক ছুঁড়ে মারেন।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মতে, ৩৫ বছর বয়সি কামামজিকে ২০০৬ সালে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এবং ২৬ বছর বয়সি ইনফিয়াতকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল।

এডিবি/