ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে রোসাটমের আয়োজনে সেমিনার


রাশিয়া সরকারের নিউক্লিয়ার সংস্থা ও পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান রোসাটম-এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এছাড়াও অনুষ্ঠিত এই সেমিনারে ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকেরা অংশ নেন।

ঈশ্বরদী পৌর ভবনের পারমাণবিক তথ্যকেন্দ্রে ‘কন্ট্রিভিউশন অফ রূপপুর এনএনপি কন্সট্রাকশন সাচটেইনাবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ’-প্রতিপাদ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে এ্যাক্সপার্ট গোনচারোভা নাটালিভা ‘কন্ট্রিভিউশন অফ রূপপুর এনএনপি কন্সট্রাকশন সাচটেইনাবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ’-বিষয়ে কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের বাইরে আরও কিছু উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করে রোসাটম কাজ করছে। সবুজায়ন, সামাজিক, যোগাযোগ উন্নয়নও এ প্রকল্পের সঙ্গে সংযুক্ত।

সেমিনারে দ্বিতীয় পর্বে ‘সাচটেইনাবল ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং’ বিষয়বস্তুর ওপর আলোকপাত করেন মস্কো রোসাটম কার্যালয়ের এ্যাসেসমেন্ট এন্ড ট্রেনিং সেন্টারের চীফ এক্সপ্রার্ট ফকিন কন্সটানটিন।

তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের বর্তমান ও ভবিষ্যত দিক পর্যালোচনা করেন।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হয়ে মূল পর্যায়ের কাজ চলমান রয়েছে। নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। রূপপুর কেন্দ্রে থাকবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সুরক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সরকার প্রতিবছর ২০-৩০ জন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তির মাধ্যমে মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইন্সটিটিউট রাশিয়াতে প্রেরণ করা হচ্ছে। তারা সফলভাবে শিক্ষা গ্রহণ শেষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য নিয়োগ প্রদান করা হচ্ছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পন্ন হলে হাজার হাজার মানুষের স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন রোসাটম বাংলাদেশ অফিসের এক্সপার্ট (জেএসই, এএসই) কনসটানটিন ফেটস। এ সময় রোসাটম ঢাকা অফিসের কনসালটেন্ট ড. ফরহাদ কামাল, ডেভেলপমেন্ট অফিসার সাকিফ আহমেদ, ঈশ্বরদী পাবলিক ইনফরমেশন সেন্টারের প্রজেক্ট ম্যানেজার তীর্থ দাশ, কমিউনিকেশন ম্যানেজার আশিক হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএইচ/সিবি/ওআ