ন্যাভিগেশন মেনু

এ বছর সকাল ১১টায় শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা


আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সড়কে যানজটের কথা বিবেচনা করে এবারের এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নপত্র ফাঁস এড়াতে ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

তিনি বলেন, অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

মন্ত্রী জানান, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী এবং হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট বেশি সময় পাবে।

অন্যদিকে অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে পরীক্ষা দিতে। আর সব ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে বরাবরের মত।

পরীক্ষার্থীদের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। এবার মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজার ৭৯০টি। এরমধ্যে বিদেশের কেন্দ্র সংখ্যা ৮টি।

২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এদিকে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের মনোবল অটুট রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা খাতের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার এর আগে জানান, পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। নির্ধারিত সময়সূচি, সিলেবাস, সময় ও জনবল বরাদ্দ অনুযায়ী হবে।

অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে যাতে লোডশেডিং না হয় সে ব্যবস্থা নিতে হবে।

পরীক্ষার দুই ঘণ্টা কেন্দ্রে যাতে কোনো লোডশেডিং না হয় তা নিশ্চিত করার কথাও বলেন শিক্ষা কর্মকর্তা।

এর আগে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, যদিও সেগুলো শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন থেকে। এই পরীক্ষা শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর।