ন্যাভিগেশন মেনু

আগামী বছর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত যাচ্ছে ইংল্যান্ড


আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড ক্রিকেট টিম।

এ বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিস বলেন, ‘করোনা মহামারির পর ভারতে প্রথম দল হিসেবে যাবে ইংল্যান্ড। আগামী ২৭ জানুয়ারি ভারতে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট। এই সফরে রয়েছে চারটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ।’

অপদিকে ইন্ডিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী জয় সাহা ইসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ। করোনা মহামারির পর আমাদের দেশে আসছে তারা। এই সিরিজ নিয়ে দুই বোর্ডেরই বেশ ব্যস্ত সময় কেটেছে।’

লম্বা এই সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যু চেন্নাই, আহমেদাবাদ ও পুনেতে। চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি হবে দিবারাত্রির।

প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি, দ্বিতীয়টি ১৩ ফেব্রুয়ারি, তৃতীয়টি ২৪ ফেব্রুয়ারি এবং চতুর্থ ও শেষ টেস্ট ৪ মার্চ থেকে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ১২, ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৬, ও ২৮ মার্চ।

এমআইআর/ওআ