ন্যাভিগেশন মেনু

শীতের সন্ধ্যায় মজাদার থাই স্যুপ


চাইনিজ রেস্তোরাঁয় দেশি স্টাইলের থাই স্যুপ অনেকেরেই দারুণ পছন্দ। এই  শীতের সন্ধ্যায় মজাদার থাই স্যুপ খেতে কার না ভালো লাগে। তবে খুব সহজে ঘরেই বানিয়ে ফেলা যায় থাই স্যুপ।

আসুন জেনে নিন কীভাবে বানাবেন:

যা লাগবে

বোনলেস চিকেন আধাকাপ, চিংড়ি আধাকাপ, স্টক ৭০০ মিলি, থাই পাতা ২-৩টা, কাঁচামরিচ ২-৩টা, লেবুর রস ২ চা চামচ, চিনি ২ চা চামচ, ডিমের কুসুম ২টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিলিসস ২ টেবিল চামচ। লবণ স্বাদমতো।

যেভাবে করবেন

➤ মুরগির মাংসে ১ লিটার পানি বা তার চেয়ে বেশি পানি দিয়ে জাল দিয়ে স্টক তৈরি করুন। স্টক ছেঁকে প্যানে ঢেলে চুলায় দিন।

➤ কাঁচামরিচ ও লেবুর রস ছাড়া বাকি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিন। ভালো করে নেড়ে স্যুপ জ্বাল দিন। চিলিসস দিন।

➤ সব সিদ্ধ হয়ে এলে স্যুপের ঘনত্ব দেখে তাতে কাঁচামরিচ চিরে বিচি ফেলে দিয়ে দিন।

➤ সবশেষে লেবুর রস মিশিয়ে নামিয়ে নিন চুলা থেকে। গরম গরম পরিবেশন করুন অনথন কিংবা মোমোর সঙ্গে।  

ওআ/