ন্যাভিগেশন মেনু

চাঁদ থেকে পাথর-মাটি নিয়ে ফিরেছে চ্যাং’ই-৫


চাঁদ থেকে পাথর ও মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চিনের মহাকাশযান চ্যাং’ই-৫।

চিনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে চন্দ্রযানটি দেশটির উত্তরাঞ্চলীয় অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে অবতরণ করে বলে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এর বরাতে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া।

গত ২৩ নভেম্বর লং মার্চ ৫ রকেটের মাথায় করে চারটি মূল মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চ্যাং’ই-৫। সাত বছরের মধ্যে এটি ছিল চিনের তৃতীয় সফল চন্দ্রাভিযান।

যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা চন্দ্রাভিযানের ৪০ বছরের বেশি সময় পর তৃতীয় কোনো দেশ হিসেবে চিন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরলো।

ওয়াই এ/এডিবি