ন্যাভিগেশন মেনু

অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর ২৬ জানুয়ারি!


ভারতের অযোধ্যার ধন্নিপুরে তৈরি হতে চলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ধার্য করা হয়েছে।

এ বিষয়ে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণার আশা করা হচ্ছে খুব শীঘ্রই।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভারতের বিভিন্ন গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচ একর জমির উপর তৈরি হতে চলা মসজিদটি আকারে বাবরি মসজিদের চেয়েও বড় হবে।

মসজিদটিতে একসঙ্গে দুই হাজার মুসল্লী নমাজ আদায় করতে পারবেন। একেবারে আধুনিক চেহারা দেওয়ার কথাও ভাবা হয়েছে মসজিদটিতে। ১৫ হাজার বর্গফুট জমির উপরে তৈরি হতে চলা এই মসজিদটি ডিম্বাকৃতির হবে। ছাদ হবে গম্বুজাকার ও স্বচ্ছ।

মসজিদ ছাড়াও এই পাঁচ একরের মধ্যে তৈরি হবে ৩০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল, ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি ও কমিউনিটি কিচেন।

এর আগে মসজিদ তৈরীর জন্য তৈরি হয় ‘ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট’। ট্রাস্টের সদস্যরা চাইছেন ২৬ জানুয়ারি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। যেহেতু ওই ঐতিহাসিক দিনে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল, তাই সেই দিনটিকেই তারা বেঁছে নিতে চাইছেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়েছিলো, ২ দশমিক ৭৭ একর জমিটি মন্দির নির্মাণের জন্য কোনও ট্রাস্টকে হস্তান্তর করতে হবে। পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্যত্র ৫ একর জমি দেওয়ার কথাও জানানো হয়েছিলো। সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকার মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিয়েছে ধন্নিপুরে।

সিবি/এডিবি