ন্যাভিগেশন মেনু

নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী


নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে বললেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এ দেশে থাকতে পারবে কি পারবে না সে প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে।  

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরও স্বাধীনতা বিরোধী চক্র মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারই একক প্রচেষ্টায় পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে।

এসময়  আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ।

সিবি/ওআ