ন্যাভিগেশন মেনু

কলাপাড়ায় প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পথে ক্ষতিগ্রস্তরা


পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া দাখিল মাদরাসা প্রশিক্ষণ কেন্দ্রে দুইটি ব্যাচে গরু মোটাতাজাকরণ বিষয়ক এক মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

একমাস মেয়াদী এই প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কলাপাড়া ডিভিশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, পায়রা বন্দরের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ উজ্জামান (বাপ্পী) প্রমূখ।

২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত চার হাজার ২০০ পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত তিন হাজার ৯৯ জন সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এইভাবে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরও বেশি আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন প্রশিক্ষণার্থীরা।

এমকেআর/সিবি/এডিবি/