ন্যাভিগেশন মেনু

‘করোনার ভ‌্যাকসিন দিতে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত’


করোনার ভ‌্যাকসিন দিতে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভার্চুয়াল বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মতো সম্পর্ক বিশ্বে বিরল। ভারত বাংলাদেশের বিজয়কে নিজের বিজয় হিসেবে মনে করে। তাইতো স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে স্বইচ্ছাই উদযাপনের আগ্রহ দেখিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘করোনা টিকা পাওয়ায় সঙ্গে সঙ্গে ভারত তা বাংলাদেশকে দেবে বলে অঙ্গীকার করেছে। বাংলাদেশ তিন কোটি টিকা সংগ্রহ করার চেষ্টা যা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে প্রদান করা হবে।’

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সীমান্ত, বাণিজ্য সহযোগিতা, কানেকটিভিটি, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় এ বৈঠকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’

এর আগে সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দিল্লি থেকে এক ভার্চ্যুয়াল বৈঠক করেন।

ওআ/